আমায় বলো গো সজনী তোরা
কোথায় গেল মনচুরা
বাঁচিবো না এই যৌবনে
আমি তারে ছাড়া -সজনী সই।।
ভাঙা মনে আনমনে
অন্যে কী হয় জোড়া
রসিক প্রেমে পাগল যেজন
হইয়া যায় মরা- সজনী সই।।
কুল সপিঁয়া আমি তারে
হইলাম কুলহারা
কুলহারা কলঙ্কি বলে
হইলাম জগৎসারা-সজনী সই।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
প্রেম রোগে যার ধরা
ঔষুধী কী বন্ধু বিনে
পাইবে বসুন্ধরা -সজনী সই।।
পূর্ববর্তী:
« আমায় ফেলে আঁধার ঘরে আমার বন্ধু থাকে দূর বিদেশে
« আমায় ফেলে আঁধার ঘরে আমার বন্ধু থাকে দূর বিদেশে
পরবর্তী:
আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে »
আমায় ভাসাইলি রে আমায় ডুবাইলি রে »
Leave a Reply