মানব রুপে থাকে দয়াল সাঁই
মানব ভজো-
মানব যদি হইতে চাও ভাই।।
নবীর বাণী শুনছো কী কেউ
যার তূলনা নাই
জীবসেবা হয় দয়াল সেবা
আপন ঘরের ঠাঁই।।
মানব যারা হইতে চাও
মজো মানব সেবায়
তবেই দয়াল সাঁই নিরঞ্জন
দেখিবে তোমায়।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
বলে আমি যাই
সব উপড়ে মানব সত্য
মানবের গান গাই।।
পূর্ববর্তী:
« মানব তরী লইয়া রে কে যাবি আয় মুর্শিদ প্রেম বাজারে
« মানব তরী লইয়া রে কে যাবি আয় মুর্শিদ প্রেম বাজারে
পরবর্তী:
মানবতত্ত্বের কী মাহাত্ম্য বোঝে কয়জনে »
মানবতত্ত্বের কী মাহাত্ম্য বোঝে কয়জনে »
Leave a Reply