গৌর থেকে গৌরাঙ্গ
সে তার নাম দিয়েছে
তাতে কী আর আমার
ভজন চলে গেছে।।
গৌর চান্দের কলঙ্কী হইয়া
ভূলা মন সব যায় ভূলিয়া
একবার ও গৌর দেখিয়া
কুল পাবো না যে।।
কামের ডেরে দিন গেল হায়
গৌরাঙ্গের সন্ধান না পায়
সে কোন অজানায়
ফাকি দে লুকাইছে।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
ও রুপে মন মজাইয়া
গেল জাত কুল হারাইয়া
গৌরাঙ্গ না এসেছে।।
পূর্ববর্তী:
« গৌর তুমি ঘোর কলির জীব তরাইতে
« গৌর তুমি ঘোর কলির জীব তরাইতে
পরবর্তী:
গৌর নিতাই উদয় নদীয়ায় »
গৌর নিতাই উদয় নদীয়ায় »
Leave a Reply