দয়াল মুর্শিদ গো এই ভবে নেই
কেউ নাই আমার তুমি বিনে
এই মন জানে সব মন জানে।
দিও দেখা আইসা তুমি
আমারে সংগোপনে।।
মুর্শিদ তুমি পারের কান্ডার
সয়ালের দয়াল
ভক্তগণের মাথার উপর
তুমি মহাপাল।
দেখা দিয়া পুরাও বাঞ্চা
আমার নবযৌবনে।।
তুমি দয়াল সত্য সার
তুমি যে আপনা
সকলি ছাড়িয়া আমি
করি তোমার সাধনা।
তুমিবীহিন এই পাগলে
থাকি বলো কেমনে।।
মুর্শিদ আমার জীবন মরণ
সকলি যে আশা
তোমার নামে এই পাগলে
বেঁধেছি গো বাসা।
সদা তুমি বিরাজিত
আমার স্বয়ং স্বপনে।।
বলে তাই আজ
কহে ডেকে নাঈমে
দয়াল নামে জানিয়া
মুর্শিদ ডাকি হরদমে।
সদা তুমি থাইকো মুর্শিদ
আমার জীবন মোহনে।।
পূর্ববর্তী:
« দয়াল মাওলাজি লও ত্বরিয়া অকূল দরিয়ায় মোরে
« দয়াল মাওলাজি লও ত্বরিয়া অকূল দরিয়ায় মোরে
পরবর্তী:
দয়াল মুর্শিদ গো এই ভবে নেই »
দয়াল মুর্শিদ গো এই ভবে নেই »
Leave a Reply