কী বলিবো আর
ফকিরের হাটবাজারে দেখি
ত্রি বেণীর কারবার।।
ত্রিবেণী তিন রঙে মাখা
দেখতে যে হয় নয়ন বাকা
অবুঝা মন খাস নে ছ্যাঁকা
ধান্দায় তার।।
কে চিনে ঐ বেণীকোঠা কী
ভালা আর কী যে নাটা
যেজন বুঝেছে সেটা
বলতেছে সে আমার আমার।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
দিন যে গেল কাটিয়া
মোর সন্ধান ন যায় ফেরিয়া
এসে মরণ দ্বার।।
পূর্ববর্তী:
« কী দিয়া শোধিতাম প্ৰেমঋণ গো
« কী দিয়া শোধিতাম প্ৰেমঋণ গো
পরবর্তী:
কী মায়া লাগাইছে গো সই »
কী মায়া লাগাইছে গো সই »
Leave a Reply