দয়াল মুর্শিদ জেনে তোমায়
নামছি ভবসাগরে
ত্বরীও আপন জেনে
মানবতরী যদি মনে ধরে।।
ও মুর্শিদ-তুমি হলে
সয়ালের দয়াল
ভবসাগরের মানবতরীর
তুমি মহাপাল।
সত্য সাধন তুমি আমার
দেখব তোমায় নয়ন ভরে।।
ও মুর্শিদ-তুমি আমার
সকলি আশা
তুমি আমার জীবনের
সততার বাসা।
খেলবো দুজন প্রেম পাশা
হাতে হাত ধরে।।
তোমার নামের মালা গেঁথে
পড়িলাম এই গলে
তুমি ছাড়া কে আছে আর
আমার নিদান কালে।
আপন মনে দয়া হলে
উদ্ধার কইরো আমারে।।
তুমি হলে সকল আশা
জীবন ও মরণ
তোমার নামে জীবন যৌবন
করেছি অর্পন।
তোমার চরণে আত্মসমর্পন
পাগল নাঈম নতশীরে।।
পূর্ববর্তী:
« দয়াল মুর্শিদ গো মোরে তুমি আপন করে লও
« দয়াল মুর্শিদ গো মোরে তুমি আপন করে লও
পরবর্তী:
দয়াল মুর্শিদ প্রাণের মুর্শিদ গো »
দয়াল মুর্শিদ প্রাণের মুর্শিদ গো »
Leave a Reply