মুর্শিদ দয়ার চ্ন্দ্র জানি
শিষ্য মস্তে উচ্চস্থান
মুর্শিদ আমার সত্য রবী
আঁধারের আলোর চাঁন।।
যতদিন থাকবে মানুষ
এই ভবকূলে
থাকিবে ততদিন মুর্শিদ
সত্য সাধন বলে
সুসময়ে মুর্শিদ ধরিলে
পাবে পথের সন্ধান।।
মুর্শিদের চরণে জানাও
বিনম্র সালাম
তাইতো তার নামে কত
গান আমি বাঁধিলাম
নেশায় পেশায় গাই যে আমি
সাধের বাউল গান।।
তার জন্য বিনম্র শ্রদ্ধা
রইলো আমার মনে
কত আশা রইলো মনে
মুর্শিদের নামে
নাঈম চায় তারে সামনে
দেখলে জুড়ায় আকুল প্রাণ।।
পূর্ববর্তী:
« মুর্শিদ দুজনের মাঝে কেউ নাই আর
« মুর্শিদ দুজনের মাঝে কেউ নাই আর
পরবর্তী:
মুর্শিদ নাম জপিতে মোর কতই মধুর লাগে »
মুর্শিদ নাম জপিতে মোর কতই মধুর লাগে »
Leave a Reply