আমি যে কাঙাল মাওলা তুমি দয়াময়
অসহায়ের সহায় তুমি শুনি আমি লোকে কয়।।
আশাতে মোর যায় কেটে দিন
বেদনায় মন মগ্ন রয়
তোমার দয়া পাইলে মাওলা
অশান্ত মন শান্ত হয়।।
তোমার নাম যে মনে গাঁথা
আমার সর্বসময়
পাতকীরে কইরো উদ্ধার
যদি তোমার মনে লয়।।
তুমি পাপীর আশা পুড়াও
পাপী সেই আশাতে রয়
যতনে মানিয়া মোদের
করো তোমার চরণদ্বয়।।
কয় ভাবিয়া নাঈম মিয়া
আর তো কিছু নয়
পাপী কাঙাল জেনে মোরে
করো তোমার সহদ্বয়।।
পূর্ববর্তী:
« আমি যে এক দিনভিখারি তুমি হইয়ো সহায়
« আমি যে এক দিনভিখারি তুমি হইয়ো সহায়
পরবর্তী:
আমি রইবো না আর শোক মন্দিরে গো »
আমি রইবো না আর শোক মন্দিরে গো »
Leave a Reply