কোন কল আইলো ভবে
কলেই করে কাম কারখানা
কিবা কল বানাইলো রাব্বানা।।
বানাইলো বানাইলো কল,
কলের নাই ঠিক ঠিকানা
নানান ভঙ্গির কলের কাম
দেখলেও হয় কল গোণা।।
কলের প্যাচে পড়ছে যারা,
কল সে দেয় নামখানা
কলে কলে দেয় মিরাক্কেল
কলের কাম বুঝিনা।।
কলে করে কতই কর্ম
আসল কর্ম কোনখানা
নাঈম কলে কাম করিলো
নাম ধরিয়া রাব্বানা।।
পূর্ববর্তী:
« কোথায় রহিল বন্ধু শ্যাম চিকন কালা
« কোথায় রহিল বন্ধু শ্যাম চিকন কালা
পরবর্তী:
কোন ঘাটের কেওয়ানি তুমি কোথা চইলা যাও »
কোন ঘাটের কেওয়ানি তুমি কোথা চইলা যাও »
Leave a Reply