দুশ্চরিত্র কানাই তুমি কলঙ্ক দাও রমে
রমরাধীকার মান লুম্পিলা কোনবা বেশরমে।।
নিজের মান নিজে আগলাও
কানাই চরিত্রহীন
তোমার লাগি লাজে এখন
নাঈমে দিন দিন।।
ওরে ও বেশরইম্মা
কলঙ্ক দাও কেনে
কেনই বা বান্ধ কারে
মিছা প্রেমমোহনে।।
নাঈম এখন লাজে লাজে
জিজ্ঞাসিয়া কয়
ভাইবে দেখি কানাই তো সে
কোনো তে কম নয়।।
শ্রীরাধিকার মান লুম্পিলো
যে কানাই উল্লা
আর কেহ নয় সে যে নাঈম,
পাইলো লাজের গোল্লা।।
পূর্ববর্তী:
« দুর্লভ মানব দেহ আর কি হবে জানি না
« দুর্লভ মানব দেহ আর কি হবে জানি না
পরবর্তী:
দুষী হইলাম প্ৰাণ সই কালিয়ার লাগিয়া »
দুষী হইলাম প্ৰাণ সই কালিয়ার লাগিয়া »
Leave a Reply