রঙ্গমঞ্চে আইলো কানাই রাধিকার সনে
কোনবা কামে আইলা কানাই কওরে সংগোপনে।
কানাইরে…… ওরে… রঙ্গিলা কানাই রে।।
আইলা কানাই দুইন্না হাটে ছাইড়া স্বর্গবাস
নাঈমে তাই সয়াল করে কেন কানাই’র আস রে।।
জোড়ার খেলা খেলে কানাই কতই রঙ করিয়া
ভাবিলো না রঙ কানাইয়ের ঢঙ যাইবে উড়িয়া রে।।
শ্রীরাধিকা মনমোহিনী কানাই চান্দের দাসী
স্বর্গ থইয়া মর্ত্যলোকের সাজলো নিছক ফাসি রে।।
কেবা কানাই কেবা কানাই দেখি গো রুপখানি
চাইয়া দেখি রঙ্গের কানাই নাঈম গুণমণি রে।।
পূর্ববর্তী:
« রঙের হাওয়া রে
« রঙের হাওয়া রে
Leave a Reply