কোন চোখ দি দেখছ বন্ধের রুপ রঙ্গের ফানুস রে
কোন চোখ দি দেখছ বন্ধের রুপ
সহ্য করতে পাররায়নি উজালা প্রকোপ রে।।
দেখছনি দেখছনি তুমি বন্ধেরই আচরণ
কেমনভাবে করে ঐ বন্ধে জীবন যাপন
না বুঝিলে রাও কইরো না – রঙ্গের ফানুস রে
তুমি থাকো থাকো রে হইয়া চুপ।।
রুপ জ্বালায় মইরোনা বন্ধের নাই রুপের ছিরি
ভবমাঝারে আইসা করে মাগনা বেটাগিরি
বেটাগিরিত তাল দিও না- রঙ্গের ফানুস রে
প্রতিবাদ করিও করিও ধপাধপ।।
নাম জাননি ঐ বন্ধের রুপ ন দিলে বর্ণন
কোনো কাম জাননা ফানুস হইয়ো না এমন
নাঈম তাহার নাম – রঙ্গের ফানুস রে
মানুষ রুপে দুনিয়াতেই টপ।।
পূর্ববর্তী:
« কোন ঘাটের খেয়ানি তুমি কোথা চাইলা যাও
« কোন ঘাটের খেয়ানি তুমি কোথা চাইলা যাও
পরবর্তী:
কোন দেশে যাই বল »
কোন দেশে যাই বল »
Leave a Reply