আমার শান্ত করো মনপ্রাণ
ওগো রাহমানুর রাহিম
তুমি হলে বিশ্বস্রষ্টা
ওগো গাফুরুর রাহিম।।
তুমি থাকো কোথায় মওলা
কোথায় তোমার সন্ধান
সাধন ভজন করবো তোমার
সহে ও অপমান
দয়া করে সামনে আইসো
ওগো কুদরতির অসীম।।
নির্দয় তুমি হইয়ো না গো
ডাকি আমি কাতরে
প্রেমের ভিখ দাও ওগো মাওলা
এই আশিকেরে
জীবন গুনাহ মাফ করো গো
আলিয়্যুল আজিম।।
দুনিয়াদারি তুমি মাওলা
আমি এক ভিখারি
তুমি আমার সৎ সাধনা
জীবনের সঞ্চারি
চিরদাসি হইয়া তোমায়
সেবিতে চায় নাঈম।।
পূর্ববর্তী:
« আমার যেমনের বেণী তেমনি রবে চুল ভিজাব না
« আমার যেমনের বেণী তেমনি রবে চুল ভিজাব না
Leave a Reply