মাওলা সর্বশক্তিমান মাওলা তুমি দয়াবান
আমি যে এক গরিব কাঙ্গাল গাই তোমারই গান।।
আমি যাই যেদিক পানে
তুমি থাকো সংগোপনে
তুমি মাবুদ সৃষ্টিকর্তা
আমি এক অবুঝ নাদান।।
তুমি বিন্দু জলে গড়েছ সাগর
পাহাড় গড়েছ মাটির বিন্দুধর
তোমার পথের পথিক আমি
গাহি তোমার প্রেমগান।।
তুমি খোদা রাহমানুর রাহিম
বানাইয়াছ তামাম ও আজিম
তোমার ভজন করি সদায়
গাই তোমার গুণগান।।
তুমি খোদা জগতের মালিক
তুমি রাজ্জাক তুমি খালিক
কেউ নাই মাবুদ তোমার শরিক
এই নাঈমের বাঁচাও প্রাণ।।
পূর্ববর্তী:
« মাইয়া সামান্য তো নয়, মাইয়াতে উৎপত্তি সৃষ্টি
« মাইয়া সামান্য তো নয়, মাইয়াতে উৎপত্তি সৃষ্টি
পরবর্তী:
মাগো আমি কিসে দোষী »
মাগো আমি কিসে দোষী »
Leave a Reply