পুরুষ আর রমণীর চারি জাতি জানি
হস্তিনী, পদ্মিনী, চিত্রানী আর শঙ্খিনী ॥
কী বলিব কী বলিব পদ্মিনী নারী লক্ষণ
যারে দেখলে ভুলিয়া যায় সাধু-সন্ন্যাসীর মন।
হাঁটে নারী হংসের মতন, কাঁধে তার মাথার বেণী ॥
চিত্রানী নারী এই রূপ বটে, কপালে আর গালেতে।
দেখতে সুন্দর অতি, তিল তার মুখেতে নয়ন বাঁকা,
ভঙ্গি আঁকা, বাঁকা তার চাহনি ॥
কী বলিব কী বলিব হস্তিনী নারীর কথা
কপাল উঁচু, চক্ষু গোল তার, ঘারখানি মোটা
নাপাকেতে থাকে সদা, হাঁটতে পায়ের শব্দ শুনি ॥
শঙ্খিনী নারী এই রূপ বটে, থাকে সদা বেপর্দায়
ভিনপুরুষ দেখলে নারী, ঘোমটা টেনে আড়ে আড়ে চায়।
বলেছেন বাউলকবি রশিদ উদ্দিন নারী লইবেন দেখে-শুনি ॥
পূর্ববর্তী:
« পুতুল খেলা কেউ দেখছনি খেলে পুতুল এক মহাজন
« পুতুল খেলা কেউ দেখছনি খেলে পুতুল এক মহাজন
পরবর্তী:
পুরুষ পাগল করলো মায়ে নয়নের বাণে »
পুরুষ পাগল করলো মায়ে নয়নের বাণে »
Leave a Reply