বছরেতে ত্রিশদিনে ফুল ফুটে গুপ্তবাগানে
সাধুজনে তুলে আনে অনুরাগের ছুঁয়াতে।
প্রেমিক যেজন খেলিতেছে বসিয়া সেই ঘাটে
পঞ্চরসে মাখা যেজন শুদ্ধ মানুষ তারাই বটে ॥
প্রথম মাসে প্রথম দিনে
ফুলের রসটা যে খায় চিনে–
জন্ম-মৃত্যুর এই ভুবনে
হইবে না তার মোটে ॥
বাউলকবি রশিদ উদ্দিন যে ফুল হইয়া ভূতের বেগার খাটে
বোঝাতে পাবে সেদিন গিয়া পুলছেরাতের ঘাটে ॥
পূর্ববর্তী:
« বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি
« বকুল ফুল বকুল ফুল সোনা দিয়া হাত কেনে বান্ধায়লি
পরবর্তী:
বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল »
বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল »
Leave a Reply