কামপাহাড়ে ধাক্কা লেগে মণিলাল পাথর ছুঁয়ায় ॥
উপরতলার রত্ন মণি সিন্ধুরূপে ভেসে যায় ॥
মণিপুরের পেলে সন্ধান, প্রেমিকের কপালে প্রমাণ
মাসে একদিন করে সে দান, শুধু সৃষ্টি রক্ষার দায় ॥
সোনাতে সোহাগ দিলে, কঠিন সোনা যেমনি গলে
লোহাতে পরশ মিলে, সোনার বর্ণ তেমনি পায় ॥
পরশপাথর রাখ তাজা, চাইলে তোমারা ভবের মজা
আমানতি খোদার বস্তু, হিসাব যেন পাওয়া যায় ॥
***
এই গানটি অসমাপ্ত, বাকি অংশ পাণ্ডুলিপি থেকে পাঠোদ্ধার করা যায়নি।
পূর্ববর্তী:
« কামনদীতে জোয়ার আইলে থাইকরে সাবধান
« কামনদীতে জোয়ার আইলে থাইকরে সাবধান
পরবর্তী:
কামিনীর কাম সাগরে মন তুমি নিমগন »
কামিনীর কাম সাগরে মন তুমি নিমগন »
Leave a Reply