এপার থেকে জানতে গিয়ে, সেই পারের মানুষের খবর
হয়ে গেলাম সর্বস্বন্ত, ভাত মেলে না, ছেঁড়া কাপড় ॥
গেল যারা গঙ্গায় ভেসে, কয় না কথা ফিরে এসে,
সুখের না হয় দুখের দেশে, একা একাই বাঁধছে ঘর ॥
আছেন গুরু সেই পারেতে, প্রাণী যেথায় পারে না যেতে,
ঘুরবে বলে দিনে রাতে, বন্ধ রাখছে ডিমের ভিতর ॥
ডিম্ব যেদিন ফুটে যাবে, সেই দিন তার নাগাল পাবে,
মন মজিবে প্রেমের ভাবে, দেখবে সেরূপ নিরন্তর ॥
পূর্ববর্তী:
« এতিম নাদান ভবে মাওলা তোমাকে বিনে
« এতিম নাদান ভবে মাওলা তোমাকে বিনে
পরবর্তী:
এবার পানি আইল রে নিদারুণ দুঃখ লইয়া »
এবার পানি আইল রে নিদারুণ দুঃখ লইয়া »
Leave a Reply