যায় গো ছোট দেওর
কেন বা জল ভরতে আইস সরোবর ॥
জলে ঘাটে আছাড় খাইয়া ভাঙ্গল নাকের বেসর ॥
মুই অভাগী জলে যাইতে চালের ছাপর ঠেকলো সাথে
উপায় কি গো পাও টানিয়া।
রাজপথে শিঘ্ন আমরে ধর গো ধর ॥
যখন গেলাম নদীর কুলে রূপ দেখিয়া নয়ন ভুলে
শ্যামল সুন্দর পদ্ম যেমন ভেসে ফিরে জলেরি উপর ॥
***
এই গানটি অসমাপ্ত, বাকি অংশ পাণ্ডুলিপি থেকে পাঠোদ্ধার করা যায়নি।
Leave a Reply