আরে ও সোনার বুলবুলি
শোনাই তোরে মধুর কথা, কত কষ্টে পালি।
বেইমানি করিলেরে তুই ছাড়লে জাতের বুলি ॥
লজ্জা ছেড়ে শয্যা পরে করতাম গালাগালি
আমারে তুই ঘুম পাতাইয়া কোথায় বা লুকালি ॥
কাকের বাসায় কোকিল ছাগ যেদিন হতে এলি
সেদিন হইতে বাইরে যাইতে করছ ফালাফালি ॥
বাউলকবি রশিদ বলে–পাখিটা জঙ্গলী
ছুটিলে ধরা দিবে না ধরবে না আর বুলি ॥
পূর্ববর্তী:
« আরে ও সর্বহারার দল
« আরে ও সর্বহারার দল
পরবর্তী:
আরো পুস্পপ বলি রে তোমারে »
আরো পুস্পপ বলি রে তোমারে »
Leave a Reply