মানুষ সে জনা মানুষ হও, ভিতর কর পরিষ্কার
তুমি মানুষ আমিও মানুষ আরো মানুষ দেখতে যাও ॥
তবে কেন মানুষ হইয়া ধরবে মানুষের পাও
তোমার মন মাঝি বাধ্য করতে আপন দেশে চইলা যাও ৷
মানুষে মানুষে পিরিত পশুর পিরিত মানে না
মানুষ চিনে করলে পিরিত পশুর পিরিত মানে না
মানুষ চিনে করলে পিরিত এই পিরিত ভাঙ্গে না।
মানুষ রাস্তাঘাটে পাওয়া যায় না আবর্জনা খোঁজে নাও ॥
মোহ যেদিন ভেঙ্গে যাবে দেখবি লীলা দোষবি কারে
মনুষত্ব প্রকশবে উত্তম কি বিকার
সংসার সবি হবে অসার আমি আমার ফুটবে রাও ॥
বাউলকবি রশিদ বলে–মানুষ পাই না খুঁজিয়া
চর্মাকৃতি মানুষ মিলে পশুর প্রকৃতি হইয়া
জনমভরে বইঠা বাইলাম ঘাটেতে বাধিয়া নাও ॥
পূর্ববর্তী:
« মানুষ যদি হইতে চাস
« মানুষ যদি হইতে চাস
পরবর্তী:
মানুষ হতে চাও কী তুমি »
মানুষ হতে চাও কী তুমি »
Leave a Reply