কোন ঘাটের খেয়ানি তুমি কোথা চাইলা যাও
মনমাঝি রে একবার এসে ঘাটে নাও নাগাও ॥
নিত্য নিত্য আইস যাও, ডাকলে নাহি চাও
মাঝিরে, ঘরের কোনার বউ হইয়াছি ধরি তোমার পাও
নিদয় হইয়াছে বুঝি আমার বাপ-মায় ॥
মাঝিরে যে অবধি আসলাম নাইয়র মুখের পাই না রাও
জানি না জানি না বোধ হয় স্বামী-সেবার ভাও ॥
মাঝি রে রশিদ উদ্দিন কহে মাঝি দেশে যদি যাও,
নাইয়র নিতে কইয়ো যাইয়া নইলে মাথা খাও ৷
পূর্ববর্তী:
« কোন ঘাটের কেওয়ানি তুমি কোথা চইলা যাও
« কোন ঘাটের কেওয়ানি তুমি কোথা চইলা যাও
Leave a Reply