গাড়ি টানছেরে ইঞ্জিনে।
দুইটি দিলে জমে ময়লা কার সন্ধানে ॥
মাঝাঘষা করে তারে অতিশয় যতনে
আবর্জনা কি যন্ত্রণা সাফ করে প্রতিদিন বিয়ানে ॥
দুইটি চাকা, দুইিট পাখা, হাওয়া পানি দুই মাখা
আগুনে মারিলে ধাক্কা ড্রাইবার কি আর মানে ॥
আগুন পানি পাওয়া গুণে চলে রাত দিনে।
বাতাসেরও আগে গতি নাগাল পায়না উরোপ্লেইনে ॥
***
এই গানটি অসমাপ্ত, বাকি অংশ পাণ্ডুলিপি থেকে পাঠোদ্ধার করা যায়নি।
পূর্ববর্তী:
« গাড়ি চালাও হুশিয়ার হয়ে ওরে ও মন ড্রাইভার
« গাড়ি চালাও হুশিয়ার হয়ে ওরে ও মন ড্রাইভার
পরবর্তী:
গিন্নি বিদায় দাও আমারে »
গিন্নি বিদায় দাও আমারে »
Leave a Reply