ভূতের খেলা ভূতের মেলা যা দেখি সব ভূতের চেলা
ভূত প্রেতের উলা-মেলা বাজে কাজে সাজে টং ॥
ভূতের ঘরে প্রেমের জন্ম নাহিবা তার জন্মধর্ম
তারা নিত্য নৈমিত্তিক কর্ম করে, পথে ঘাটে সাজে সং ॥
ভূতে কেউর কথা মানে না মিষ্টি মণ্ডা খাইতে চায় না
তেঁতুল গাছের আটছালায় করে কত ছং বঙ ॥
ভৌতিক দেহে যত সৃষ্টি সব দেখি ভূতের গোষ্ঠী
মিলাইয়া দেখ কুষ্টি আরো কয়জন আছে গং ॥
ভূতের বাসায় নাট্যশালা জেতা পুরান শশ্মানখানা
তেতাল চৌতালা বেলা তালবেলে গাছে ছং ॥
বাউলকবি রশিদ বলে পড়িয়া এই ভূতের দলে
হারাইয়াছি লাভে মূলে সঙ্গীগণে ধরছি ভঙ ॥
পূর্ববর্তী:
« ভুবনমোহন শ্যামরূপ গো সখী দেখিতে সুন্দর
« ভুবনমোহন শ্যামরূপ গো সখী দেখিতে সুন্দর
পরবর্তী:
ভূলে মুই ধান্য দিলাম আমার মানব ক্ষেতে »
ভূলে মুই ধান্য দিলাম আমার মানব ক্ষেতে »
Leave a Reply