মাটির ঢেলা, পচা গলা দেখলাম কত যতন করে,
ভূতের খেলা ভূতের মেলা উলামেলা সদা করে ॥
এদের মন যোগাইতে কোন মতো পারলাম না এই জীবন ভরে,
এই কাঁচা মাটির রঙ্গ ছড়াইতে সঙ্গ সাজিতে সাজলাম কত ওয়ালষ্টারে ॥
কত চশমা ঘড়ি বাহাদুরী বাবুগিরি দেখছি করে,
পঁচা পাঁচলা বিষ্টা মাটি ঘটি বাটি তৈয়ার করে কুম্ভকারে ॥
এ মাটি ভাঙ্গলে পরে অনাদরে রাখে তারে ঘরের বাইরে
যে দিন ভাঙ্গলে পরে অনাদরে রাখে তারে ঘরের বাইরে।
যে দিন ভাঙ্গবে ঘটি কান্নাকাটি লেগে যাবে ঘরে ঘরে ॥
এ সব কিসের কান্দা চোখের ধান্ধা কাঁদবে কি আর দুই দিন পরে ॥
পূর্ববর্তী:
« মাটির ও পিঞ্জুরে — থাকিতে চায় না পাখি
« মাটির ও পিঞ্জুরে — থাকিতে চায় না পাখি
পরবর্তী:
মাটির পিঞ্জিরা হাওয়ার পাখি ভরা »
মাটির পিঞ্জিরা হাওয়ার পাখি ভরা »
Leave a Reply