ও ঘরে গিন্নি-গো, তাড়াতাড়ি কর গো বিদায়,
ফিরে আসিব কিনা, কত দিন যে বয়ে যায় ।
কত খাইলাম, কত শুইলাম, কইলাম কত বায়,
কত রঙ্গের আতর সাবান মাখলাম মাটির গায়।
নিলাম্বরে পিতাম্বরে তব পড়িলাম মনের সাধনায়,
কত না সুরে অম্বরে শুধাইলাম ফুলের গালিচায় ॥
সঙ্গী যারা গেল তারা যার তার বায়,
যাবার বেলায় কথা কয়না ফিরে নাহি চায় ॥
দুইিটি ভ্রাতা গর্ভ সহোদর তারাই আমার হইয়াছে গো পর,
ছাড়িয়া সাবধানে বাড়ির ঘর, কোনবা দেশে যায় ॥
ও আমার সোহাগিনী-অর্ধাঙ্গিনী তোর হাতের ছোঁয়ায়,
তোর বাণীতে, তোর চাউনিতে তাপিতে প্রাণ জুড়ায় ॥
মাতা-পিতার কোল ছাড়িয়া গেছে যে সে দূরে থুইয়া
বাউলকবি রশিদ বলে, জীবন গেল আশায় আশায় ॥
পূর্ববর্তী:
« ও কোন বনে গো কোন বনে মুরারী ধ্বনি শোনা যায়
« ও কোন বনে গো কোন বনে মুরারী ধ্বনি শোনা যায়
পরবর্তী:
ও চোখে আমার শুরু আর শেষ »
ও চোখে আমার শুরু আর শেষ »
Leave a Reply