জীবনের সম্বল করে টলমল কোনদিন নাকি যায় উড়িয়া
রাত্রেতে জীবনের গতি হয় উত্থাপন,
দিবসে সূর্যের তাপে করে বিসর্জন ॥
জীবনের ভিতরে জীবন করে আরোহণ জীবনের আবার হইয়াছে বাহন
ইহাতে কি আছে বেশ-কম কূল পাই না তার ভাবিয়া ॥
জীবনতরীতে জীবন করে বুঝাই কোন দেশেতে চালান করি কিছু বুঝি নাই,
এপার সেপার কোন পারে যাই কে দিবে পথ দেখাইয়া ॥
কাণ্ডারে কি প্রাপ্তরে কোন সুদূরে ঠাই।
স্থাবরে কি অস্থাবরে তুল কেমনে যাই-যাই ভাঙ্গিয়া ॥
বাউলকবি রশিদ বলে, জীবন আমার কি উগ্র কি নিগ্রহ
বুঝিতে বাকি জীবন যাপন ফাঁকি ফাইলাম শুধু ভাবিয়া ॥
পূর্ববর্তী:
« জীবনে বাসনা ছিল কৃষ্ণ সঙ্গে মিলিতে
« জীবনে বাসনা ছিল কৃষ্ণ সঙ্গে মিলিতে
পরবর্তী:
জীবনের সাধ নাই গো সখী জীবনের সাধ নাই »
জীবনের সাধ নাই গো সখী জীবনের সাধ নাই »
Leave a Reply