দেশে বাঘ আইল বাঘ আইল বাঘ আইলরে
বুড়া মানুষ খায় না বাঘে জোয়ান পাইলে ধরে ॥
বাঘের রাগ দেখিলে শিকারী ধরে
আওয়াজ করবার আগে বন্দুকের গুলি ছুটাইয়া পড়ে ॥
যখন বাঘ বাহির হয়, সুন্দরবন বন্দরে ॥
পুরুষের গন্ধ পাইলে আইলুম আইলুম ডাকছাড়ে
দরবেশ পির পয়গাম্বরে সেই বাঘিনীর হুংকারে
হইতে স্বর্গীয় দ্রুত মাটিতে গারাইয়া পারে ॥
জমিনে মুখ রাখিয়া চোখ ঘুড়ায় তার পানে
বক্ষস্থলে বিষ রাখিয়া মন্ত্রকে সে আহার করে ॥
***
এই গানটি অসমাপ্ত, বাকি অংশ পাণ্ডুলিপি থেকে পাঠোদ্ধার করা যায়নি।
পূর্ববর্তী:
« দেশে আইল ভেজাইল্যা বন্যা
« দেশে আইল ভেজাইল্যা বন্যা
পরবর্তী:
দেশের দেখলে না নমুনা »
দেশের দেখলে না নমুনা »
Leave a Reply