এই যে দেহভাণ্ড হবে লণ্ডভণ্ড আসিলে প্রবল তুফান
যখন ছুটিবে বাতাস, হবে সর্বনাশ, ভেঙ্গে নিবে পাকা দালান ॥
এই যে শরীরে অতি যতন করে আতর চন্দন আর মাখিতে সাবান
ঘরের উপড়ে মাটি পরিপাটি ভিতরে কাদা রেখেছে পাষাণ,
পাইয়া টাকা-কড়ি দৌড়াও কত গাড়ি, হাতে ছড়ি মুখেতে পান ॥
কানে চুরট-বিড়ি হাতেবান্দা ঘড়ি, কেন করিতেছ এত গোমান
কাঙাল রশিদ উদ্দিন বলে, দেশে মরিবারকালে আঁখি জলে ইবে হারাম
শেষের দিনের গতি নাই সঙ্গের সাথী আঁধার বাতি ঘটবে নিদান ॥
পূর্ববর্তী:
« এই যে দেহতরী কে করিল সুগঠন
« এই যে দেহতরী কে করিল সুগঠন
পরবর্তী:
এই রাঙামাটির পথে লো »
এই রাঙামাটির পথে লো »
Leave a Reply