নিষ্কলঙ্ক নিষ্কলঙ্ক রূপে তোমায় দিল পাঠাইয়া
নিষ্কলঙ্ক নিধি বাড়াইতে পরিধি শক্তিময় বিশ্ব সৃজন করিয়া
শক্তি কেন্দ্রপূর্ণ সৃষ্টি করিয়া হইল তুষ্টি, মিলাইয়া দেখ কুষ্টি দিব্যজ্ঞান লইয়া
আশরাফুল মাখলুক রূপে মানুষকে সৃষ্টিয়া
নিজে শক্তি করে মুক্তি গেছে, শক্তি বিলীন হইয়া ॥
শক্তির যা শক্তি ছিল, মানুষকে সঁপিয়া দিল ধরাধামে পাঠাইয়া ॥
ইচ্ছা জ্ঞান দুইটি শক্তি আগে পাছে দিয়া
মহাযুদ্ধে পাঠাইল বিধির কি বিচিত্র ক্রিয়া ॥
এ বিশ্বের যে মহান স্রষ্টা সকল সময় সময় থাকে নিষ্ঠা
সৃষ্টিতত্ত্বের পরাকাষ্ঠা দিয়াছে দেখাইয়া ॥
ইচ্ছাজ্ঞান তোমাকে দিয়া, গেছে তুমি অচল হইয়া
যা করার তো কর তুমি তামাসা দেখছ বইয়া ॥
বাউলকবি রশিদ বলে, যে হইয়াছে সৃষ্টিমূলে
যাহারে যে স্রষ্টা বলে দুরন্ত পাপিয়া ॥
রাজকীয় কর্মচারী তোর ভিতরে দিয়া
আমলা-কামলায় মামলা চালায় কর্তা আছে নীরব হইয়া ॥
পূর্ববর্তী:
« নিশীথে যাইও ফুলবনে রে ভ্ৰমরা
« নিশীথে যাইও ফুলবনে রে ভ্ৰমরা
Leave a Reply