তোমারি মহিমা বুঝিতে এ সংসারেতে কে আছে এমনি
তোমারি নামে, তোমারি কামে, এসেছি যে সংসার ত্যাগিনী ॥
তোমারি নামে জগৎ বাঁধা, তোমারি নামে শেরে খোদা,
তোমারি লহরে মুক্তা বা জহুরা শুদ্ধা চারি ধনী।
তোমারি দুলাল হাসান হোসেন দিয়াছ কোরবানী
বিনিময়ে তার করিবে উদ্ধার যত পাপী-তাপিনী,
নারীকুলে ফতিমা, সেরা সেরা গুলে গুলে সাহারা
তার প্রেমে হইয়া মাতুয়ারা ভোমরা বেড়ায় গুণগুনি
মেরি কুলে জগৎ জলে, তাতে মোরা রইয়াছি ভুলে,
রশিদ উদ্দিনের সংকটকালে কোলে তুলে নিবেনি ॥
পূর্ববর্তী:
« তোমার লাগিয়া রে (প্রাণ বন্ধু কালিয়া রে)
« তোমার লাগিয়া রে (প্রাণ বন্ধু কালিয়া রে)
পরবর্তী:
তোমায় আমি ডাকি কাতরে উদ্ধার করো আমারে »
তোমায় আমি ডাকি কাতরে উদ্ধার করো আমারে »
Leave a Reply