পিরিতে কইয়াছে আমারে লেঙ্গা
তোর সনে আমার পিরিতে
পুড়ে মারলো দিনে রাতে
না পারিলাম মন জায়গাইতে
তুই তো বড় ডাঙ্গা ॥
কত বুঝালাম তোরে কত বা তোষিলাম,
কত ভালবাসিলাম তবু
তোমার মুখখানা চোঙ্গা ॥
আমার বলতে যাহা ছিল
তোর পিরিতে সবই গেল
আর দেবার মত সম্বল নাইরে
এখন আমর দম চলে না
গান বাদ্য করতে পারি না
তালেতে বেতাল হলো
গলায় বাজলো বেঙ্গা ॥
প্রেম করে বিদেশির সঙ্গে
বেড়ি দিলাম নিজের ঠেঙ্গে
রঙ্গে রঙ্গে গান বান্দিয়া ঠেকছিরে ॥
এখন তুমি কি যে চাওনা,
ডাকলে তুমি কথা কওনা
উপরন্তু দেখাও লাঠি টেংঙ্গা ॥
আমার চাষের লাঙ্গল ভেঙ্গে গেছে
ছয় বলদ বেড়ে পড়ছে
আবাদ জমি পতিত পড়ছে
গোলায় ধান ইন্দুরে খাইছে
সুরঙ্গেতে লাইয়া গেল
মালসামাল পড়ে গেল তঙ্গা ॥
বাউলকবি রশিদ বলে
আশীর্বাদ করবেন সকলে
সুনামেতে কুনামেতে
যে রটনা আমার কল্পনায়
কাব্য বুঝে না মুখে বাক্য ফোটে না
তবে বসে হয়ে আছি গোঙ্গা ॥
পূর্ববর্তী:
« পিরিতে কইরাছে কলংকিনি
« পিরিতে কইরাছে কলংকিনি
পরবর্তী:
পিরিতে মজাইল মোরে বন্ধু শ্যামরায় »
পিরিতে মজাইল মোরে বন্ধু শ্যামরায় »
Leave a Reply