ঘরবাড়ি ছাড়িলাম-রে নদীর পারে ঘুরি
সাগর সিচিলাম রে মানিক পাইবার আসে ॥
সখি রে…
না খাইল জঙ্গলার বাঘে না খাইল কুম্ভীরে
হায়রে না খাইল কুম্ভীরে
মুই অভাগী ঘুইরা ফিরি
এই দুনিয়ার পারে-রে
মানিক পাইবার আশে ॥
সখি রে…
যৌবন জোয়ারের পানি, রূপ গেল তার পাছে
হায়রে রূপ গেল তার পাছে
মুই দুঃখিনীর দুঃখ দেইখ্যা,
কান্দে পানির মাছেরে…
মানিক পাইবার আশে ॥
সখি রে …
মাখিলাম কলঙ্কের কালি, চন্দন জানিয়া
হায়রে চন্দন জানিয়া
লোকের মন্দ পুষ্প চন্দন
রশিদ উদ্দিন বুঝে রে
মানিক পাইবার আশে ॥
পূর্ববর্তী:
« ঘর লোক আমায় সায় দিয়েছে
« ঘর লোক আমায় সায় দিয়েছে
পরবর্তী:
ঘরের মাঝে ঘর বেঁধেছে আমার মনোহরা »
ঘরের মাঝে ঘর বেঁধেছে আমার মনোহরা »
Leave a Reply