জান্নাতেরই সেরা ফল এলো নেমে দুনিয়ায়
মরুর বুকে রসের মেলা, পবিত্র পদের ছায়ায় ॥
আউয়ালেতে ছিলরে ফুল, আরশেরই শিঃস্তানে
আখেরাতে ফুটিল ফুল, কুরেসেরই বাগানে
আব্দুল্লাহরই উছিলাতে, পাইলেন মা আমেনায় ॥
উটের শাবক দুম্বার ছানা, আনন্দেতে নাচিয়া
মারহাবা-মারহাবা গান, ফেরেশতারা যায় গাইয়া
শুকনা নদী আসিল জল, শুধু রহমতের হাওয়ায় ॥
যেদিন নবী জন্ম নিলেন, মক্কারই শহরেতে
জিবরাইল উঠাইয়া নিল, গোপনে আরশেতে
তিনদিন নবী ছিলেন গোপনে আরশেরই মোয়াল্লায় ॥
মা আমোনারই কোলে এনে দিয়ে গেল যখনে
আনন্দে নাচিয়া উঠল হুরপুরী আর ইনসানে
রশিদ মিয়া রয় এন্তেজার, শুধু সেই ফুলের আশায় ॥
পূর্ববর্তী:
« জানিয়া পার কর দয়াল গুরুজী
« জানিয়া পার কর দয়াল গুরুজী
পরবর্তী:
জামাই থুইয়া বৌ হইল বৈদেশি নাগরবাসী গো »
জামাই থুইয়া বৌ হইল বৈদেশি নাগরবাসী গো »
Leave a Reply