জীবনপ্রদীপ করে নিমিঝিমি
তেল সলিতা সবই ফুরাইল রে ॥
জীবন ভরা এই প্রদীপে ঢালছি কত তৈল
মাজিয়া ঘসিয়া কত সাফ কইরাছি মৈল ।
এখন পারিনা গো আর, করতে পরিষ্কার জংকারে ধরিল রে ॥
একুশ হাজার ছয়শত পাওয়ার বাতির মেন্টেল
পাম্প দিতে দিতে বাতির পাওয়ার বাড়িয়া গেল ।
আজকাল চব্বিশ হাজার, উপায় নাই গো আর, বাতাসে ধরিল রে ॥
যার বাতির পাওয়ার ভাইরে বসাইয়া নিল
তার বাতির সব সময়, স্বপনেই জ্বলিল ।
বিত্তি বিপর্যয় নাই কোন হয়, নিষ্কণ্টকে জ্বলিলরে ॥
বাউলকবি রশিদ বলে, বাতিত নাই তর জোর
ও দিগেতে চাইয়া দেখি, নিশি হইল ভোর ৷
দিনে লইল গুড়গুড়, ঘোর আঁধারে ঘিরিল রে ॥
পূর্ববর্তী:
« জীবন-অন্ত কালে গো সখি আসিল না কালা
« জীবন-অন্ত কালে গো সখি আসিল না কালা
পরবর্তী:
জীবনে কত আশার স্বপ্ন দেখলাম »
জীবনে কত আশার স্বপ্ন দেখলাম »
Leave a Reply