চিনি খাওয়া রাক্ষসীরে মারো
যদি পারো ।
খাইল কত সাদা চিনি
ধনী-মানি করতাছে লুজার ॥
চেয়ে দেখ ঘরে ঘরে
সেই রাক্ষসী বিরাজ করে ।
মারলে তারে বন্দুক যোগাড় কর ॥
কী বলিব রাক্ষসীর কথা
মুখ আছে তার নাইরে মাথা
শুনে কাঁপিল ভয়ে অন্তর ॥
সেই রাক্ষসী কোমর উচা
তারে কেউ দিওনা খুঁচা
রাকলা পেঁচা
কইলাম ঠারেঠুরে ॥
বাউলকবি রশিদ কয়
জানবে যদি সেই পরিচয় ॥
আগে দিয়া মুর্শিদ ভজন কর ॥
পূর্ববর্তী:
« চিত্ত যায় জ্বলিয়া গো
« চিত্ত যায় জ্বলিয়া গো
Leave a Reply