কেমনে চিনা জানা, তারে কেমনে চিনা জানা
স্বর্বজীবের ঘটে–ঘটেই সাঁই এলাহির বারামখানা ॥
চিনতে চাইবে যদি তারে, বিষয়াদি দাও গো ছেড়ে,
ভাব-ভক্তি যোগে মিলে, ধ্যানে কর কল্পনা
অধরাকে ধরতে গেলে আগে চিন আপনা
চাবি দিয়া দমের কোটায় ‘হু হু’ শব্দ কর জপনা ॥
কুলবেল মমিনের কাছে কলবেতে আঁকা আছে
দ্বিলের পর্দায় রং দিয়াছে, ছফেদ তার নমুনা;
আল্লা রাসুল দুই পাশেতে, কলিজাতে থানা
শব্দ করে দিল রজনী, ঘুমাইলে বারণ থাকে না ॥
শ্রীকালার বাজারে খেলা, যত কাল্লা তত আল্লা
লক্ষ ছিফতে ঘুরে, মূলে হয় একজনা;
নিজেই নিজের নামটি জপে, আলেক সাই পাক রব্বানা
লাহুত হইতে শুরু করে, নাড়ুতে তার আনাগোনা ॥
রাজা প্রজা যেথায় আছে, বেহেস্ত দোযখ তাদের কাছে
বায়তুল্লার পাল্লার নিচে মক্কা আর মদিনা
মগজে মুনতাহাপুরি আসল তার ঠিকানা
বাউল রশিদ খুঁজলো কত দয়া করে দেখা দেয় না ॥
পূর্ববর্তী:
« কেমন করে ছাড়ায়ে যাবা
« কেমন করে ছাড়ায়ে যাবা
পরবর্তী:
কেমনে ভুলিল বন্ধে আমারে »
কেমনে ভুলিল বন্ধে আমারে »
Leave a Reply