কেয়াস দলিল, হাদিস ফেকা, কোরানের মাইনি কঠিন
বিসমিল্লাহির উনিশটি হরফ, রয়েছে দোজখের জামিন ॥
তারপরে ঘুরে–ফাতেহা বলে, পিছের কথা মন আগেই চলে
আলিফ-লাম-মিম যোগে মিলে, ইছমে আজম রয় বাতিল ॥
সাত খণ্ড দোজখের নিচে, উনিশ জনে ফেরেশতা আছে
আউযবিল্লা বান্ধা আছে, শয়তানে রেখেছে জামিন
একরা বিছাম যখনরে কয়, ফয়েজ হাসিল তখনই হয়
প্রাণের তারে কথারে কয়, ফয়েজ হাসিল তখনই হয়
প্রাণের তারে কথারে কয়, নায়েবে-নবী-মোয়াজ্জেরিন ॥
নাজিল হওগা সুরে রহমান, ফাবি আইয়্য তোকাজ্জিবান
নারী-পুরুষ লুলু ওয়া মারজান, ভাসতে আছে প্রতিদিন ॥
কইতে গেলে কথারই মূল, মুনসী-মোল্লায় কয়রে বাতুল
নিরানব্বই নামের ফুল, ফুটিলেন হযরত ইয়াসমিন ॥
কোলহু আল্লা কলিজাতে, হুএখফা নাসিকাতে
কালেমা তোর দিলের সাথে, তখতে রাব্বেল আলামিন ।
রশিদ উদ্দিন কয় ভাবিয়া, দিল কোরান আগে লও পড়িয়া ॥
মমিন গেল কাফের হইয়া, কইতে ওলাদ, দোয়াল্লিন ॥
পূর্ববর্তী:
« কেমনে ভুলিল বন্ধে আমারে
« কেমনে ভুলিল বন্ধে আমারে
Leave a Reply