কুল আলমে সেজদা দিয়া, সাকারে চিন্ নিরঞ্জন
নূরের তত্ত্ব, আছে সত্য, রাছুলে করেছে গোপন ॥
চিনে লও কুদরতি মুছলা, কুলু বেল মমিনে আল্লা ।
সাইয়িন মুইতো বরজাকুল্লা, কুরানেতে হয় বর্ণন ।
মান্ আরাপা নাফছে গনি, ফাকাঁদে রাব্বহু মানি ।
নাফাক্কু হায়াতে পানি, দিন থাকতে করগে তা যতন ॥
নাহেনু আকরাবু বলে, কোরান হাদিছ খুলে
রক্ত ধাতু একত্রে মিলে, খুদা-খুদি দরশন ॥
রশিদ উদ্দিন কয় ভাবিয়া, কত ভাবেই যাই খুঁজিয়া ৷
এখন নীরবেতে চুপ করিয়া, ভাবছি বসে অকারণ ॥
পূর্ববর্তী:
« কুটুম পাখিরে কোন দেশের জঙ্গলে তোমার বাস
« কুটুম পাখিরে কোন দেশের জঙ্গলে তোমার বাস
Leave a Reply