তোরা দেখ যমুনার কূলে
সাঁই নিরঞ্জন আছে গোপনে মিশিয়া তার রাঙা জলে ॥
সেই নদীর উজান বাঁকে দুইটি ধারা মিশিয়াছে
মধ্যখানে একটি গাছ, তিনটি কোমল ঝুলে
নিত্য আসে মন মধুকর ডাল ছাড়া সেই ফুলে
চাইব যুগে এক ডিম পেড়েছে, কাঁচা কুসুম মধ্যখানে ॥
লাগে না ভাই তন্ত্র-মন্ত্র, আসন কিংবা কোনো যন্ত্ৰ
হলে পরে শুদ্ধ শান্ত মাসের মাসেই মিলে ।
পূর্ণ-চন্দ্রের খাসা পানি, অমাবস্যা কালে
খাইলে নারে ও পাগল মন, ভেবে বাউল রশিদ বলে ॥
পূর্ববর্তী:
« তোরা কে যাবে সই যমুনা নীরে
« তোরা কে যাবে সই যমুনা নীরে
Leave a Reply