স্নান কর ভাই ডুব দিও না যমুনায় গিয়ে
তবে হয়ত ডুবতে পার, রাজহংসের ভাব ধরিয়ে ॥
খেলাও যদি জল-তরঙ্গ, হয়ে যাবে রতিভঙ্গ
আরশে অবশ অঙ্গ মূলধন হারাইয়ে ॥
সেই নদীতে লোনা পানি, ডুবছে কত ধনীমানি
কাউকে নিয়ে টানাটানি, জোয়ার ভাটায় পড়িয়ে ॥
***
এই গানটি অসমাপ্ত, বাকি অংশ পাণ্ডুলিপি থেকে পাঠোদ্ধার করা যায়নি
পূর্ববর্তী:
« স্থান নয় আমার দালান কোঠায়
« স্থান নয় আমার দালান কোঠায়
পরবর্তী:
স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই »
স্নান করিয়ে গঙ্গাজলে আয় জগাই মাধাই »
Leave a Reply