চল যাই শিকারে মানুষ চল যাই শিকারে
বাঘের ডাকে অন্তর কাঁপে ঐ না মধুপুরের গড়ে ॥
গুলি বারুদ বন্দুক লইয়া, কত মানুষ পাগল হইয়া
বাঘের উপর নিশান দিয়া বইছে গিয়া পাহাড়ে ।
মরার মত আছে বাঘ নাহি লড়েচড়ে।
কত মানুষ খাইল বাঘে গুলি বন্দুক সহকারে ॥
বাঘের নামটি ফুলেশ্বরী, মুখে আছে ঘন দাড়ি
চোখ নাই তার অন্ধ নাড়ি গন্ধে আহার করে ।
কেহ যদি যাইতে চাও সাহসেরি জোরে।
(হবে) এক আওয়াজে বন্দুক নষ্ট এক গুলিতে বাঘ না পড়ে ॥
বাঘিনীর নাকটি পেঁচা কেউ দিওনা তারে খোঁচা
বাঘলার কিন্তু কোমর উচা কইলাম ঠারেঠিরে।
মানুষেরি গন্ধ পাইলে জিহ্বার পানি পড়ে।
বাঘিনীর দাঁত নাই মুখে রক্ত খায় সে চুমুক মেরে ॥
বাঘ মারার সন্ধান আছে, শিক্ষা কর গুরুর কাছে
তা না হইলে থাইক পাছে যাইও না তার ধারে ।
যখন বাঘে অতিরাগে খাব ধরে খুব জোরে
থাইকা সাবধান চৌদ্দটি বান মারিও সেই বাঘিনীরে ॥
শোন বলিরে ওরে পাষাণ চৌদ্দ জাগায় মারিলে বাণ
কাল বাঘিনী হইয়া অজ্ঞান অবস হইয়া পড়ে
কলাকৌশলে বাঘিনীর বিষ যে নামাইতে পারে ।
ধন্য সে শিকারী বটে, ধন্য মানুষ এ সংসারে ॥
ভেবে রশিদ উদ্দিন বলে ঠেকলাম এসে মায়া জালে
দিন আমার গেল গোলমালে ঠেকছি এসে মায়ার ফেরে।
কাল বাঘিনী কাল নাগিনী আছে সবার ঘরে
এই চিন্তাতেই দিন গেল মোর, কোনদিন জানি আমায় ধরে ॥
পূর্ববর্তী:
« চল গো সব সহচরী জল আনিতে যাই
« চল গো সব সহচরী জল আনিতে যাই
পরবর্তী:
চল র মন সাধুর বাজারে সাধুর সংগতি কইলে »
চল র মন সাধুর বাজারে সাধুর সংগতি কইলে »
Leave a Reply