উগারতলের কুনি বেঙ্গী, সর্প ধইরা আহার করে ॥
দেখ না রূপের ঘরে তোরা দেখ না রূপের ঘরে ॥
বেঙ্গীর গন্ধ পাইলে পরে, সর্প তখন ফনা ধরে
তাই দেখিয়া কুনি বেঙ্গী গাল ফুলাইয়া মরে
সর্পজাতি ক্ষুব্ধ অতি থাকিতে না পারে
রাগের মর্দ্দ নাই তার দর্দ্দ বেঙ্গীরে গিয়া ছোবল মারে ॥
বলব কি আশ্চর্য কথা বেঙ্গীর নাই মুণ্ডু মাথা
শুধু একটি মুখের গাতা জিহ্বা তার উপড়ে
কত মুণির পরশমণি ঢালে এই গহ্বরে
এই বেঙ্গীডা নলি বেঙ্গী চাবাইয়া চাবাইয়া মারে ॥
বেঙ্গী যেদিন লাল ছাড়ে সর্প থাকে অনেক দূরে
ঘরে ঘরে কপাট লাগায় যায় না কেউ বাহিরে
অন্ধকারে বেঙ্গীর লাল ছাড়ে মাসকাবারে
লাল কি লাল সকলি লাল, লাল দিডহতে নিশান উড়ে ॥
যে পাইয়াছে বেঙ্গীর লাল, ঘরভরা তার আছে রে মাল
কাল বিকাল মহাকাল, ডরায় কিছু তারে
এক লাল হইল সাত রাজার ধন যে পাইল সংসারে
বাউলকবি রশিদ বলে সাত পুরুষে খাইতে পারে ॥
সর্পের বাড়ি নারিকেল ডাঙ্গা, বেঙ্গী থাকে মাইজ গাঙ্গে
সর্পের ডিম বেঙ্গীর গাথায় কায়দা পইলেই ছাড়ে
নির্বুদ্ধিয়া বেঙ্গীর জাতি উম পারে আদরে,
দশমাস দশদিন গত হইলে, মাইন্সের বাচ্চা প্রসব করে ॥
পূর্ববর্তী:
« ঈদের দিন আসিল রে রমজানের রোজার পরে
« ঈদের দিন আসিল রে রমজানের রোজার পরে
Leave a Reply