ছাড়িয়া সোনার সংসার কোথায় চলে যাও,
ডাকছে তোমার অর্ধাঙ্গিনী একবার ফিরে চাও ।
ডাকছে তোমার জন্মদাতা ডাকছে তোমার মাও ॥
ডাকছে তোমার প্রতিবেশী ডাকছে তোমার গাঁও
ডাকছে তোমার পুত্র কন্যা ঘাটে নাও লাগাও ॥
এত ডাকাডাকির পরেও মুখে নাহি রাও ।
ডাকছে তোমার আমিরানায় পাপুস লাগাও পাও ৷
বাউলকবি রশিদ বলে আরকি পাবে রাও ॥
সংসারের এই রীতি নীতি সবেই দেখে যাও ৷
ছেড়ে দিয়া কান্নাকাটি যার তার নৌকা বাও ॥
পূর্ববর্তী:
« ছাড়িয়া যাইবার না লয় মনে আমরা বিদায় হই
« ছাড়িয়া যাইবার না লয় মনে আমরা বিদায় হই
পরবর্তী:
ছেলেমেয়ে আছ যারা শিক্ষা-দীক্ষার প্রয়োজন »
ছেলেমেয়ে আছ যারা শিক্ষা-দীক্ষার প্রয়োজন »
Leave a Reply