গন্ধম অমূল্য নিধি, গন্ধমই সংসারের ধন
দিন থাকিতে চিনিয়া লও গন্ধমের সাধন ॥
যেজনা চিনল না তারে জানিল গরল ।
চিনলে পরে এ সংসারে ইচ্ছামত হয় মরণ
সেই ফল খাইতে খুব মজা, ও তার ভেদ খুবই সোজা
সময়মত তুলতে পারলে হইবে রাজা।
ধরবে লতা ঝরবে পাতা ভাঙ্গলে মাথা যার কারণ ॥
কথাটা শুনিতে অতি শক্ত রহিয়াছে অতি গুপ্ত
গন্দম গাছটা চুঁয়াইয়া পড়ে তিন ফোঁটা রক্ত ।
সেই রক্ত দিয়া স্তুল বান্ধিয়া ইসমে আজম হয় মিলন ॥
রশিদ উদ্দিন হইল ঐ অভ্যাস, পাইয়া গন্দম গাছের চাষ
দেশ বিদেশে ঘুরে ফিরে, হইয়া হুতাশ ॥
যতই পাই ততই খাই, জীবন থাকতে নাই বারণ ॥
পূর্ববর্তী:
« গত নিশি কোথায় ছিলে
« গত নিশি কোথায় ছিলে
Leave a Reply