তিন বেড়ের বাগানেতে ভ্রমর এসেছে ॥
ফুলের কলি দোলি দোলি ঝিলমিল করতেছে ॥
হায় মরি কি মনোলোভা, ঝুলিতেছে রক্তজবা,
ডাল ছাড়া ফুল কেমন শোভা, জ্বলুনির উপর ভাসিতেছে
দেখতে বাগান কী চমৎকার, দুই দিকে পাতাবাহার
মাঝখানে সমুদ্রের মাজার গোলাপ ফুটেছে ॥
বসে মালী বাগানমূলে মাসে তিনদিন ফুল তুলে
ডাল ছাড়া ফুল পাতায় ঝুলে রস বিলাইছে
জ্ঞানস্ত সে ভক্তি পানে, খাইছে মধু সাধুগণে
রশিদ উদ্দিন ক্ষুদ্র জ্ঞানে সকল হারাইছে।
পূর্ববর্তী:
« তারে ভাবতে গেলে প্রাণ আকুল
« তারে ভাবতে গেলে প্রাণ আকুল
পরবর্তী:
তিনশো ষাইট আউলিয়ার দেশ »
তিনশো ষাইট আউলিয়ার দেশ »
Leave a Reply