শুন রাই বিনোদিনী কেন বা কাঁদ তুমি
পাবে রে শ্যাম গুণমণি বলে যাই তোমায় ॥
শুন রাধা পিয়ারি প্রাণেতে ধৈর্য ধরি
বলতে থাক হরি হরি থাকিয়া আশায় ॥
সন্ধ্যা আহ্নি কর তুলসী প্রণাম কর
নামের মালা জপ কর যদি পাওয়া যায় ॥
শুন বৃষ ভানুর নন্দিনী, কুলের কলঙ্কিনী ॥
হইলে কেন পাগলিনী উদাসিনী প্ৰায় ॥
কান্দিলে আর কিবা হবে, কান্দিলে কি পাগল পাবে
পাগল হইয়া পাগল ধরা বিষম দায় ॥
সত্য রজঃ তম গুণে ব্রক্ষ্মা বিষ্ণু মহেশ বিনে
ছিল তারা নামসাধনে যোগমায়ার দায় ॥
যোগমায়া যোগিনী কুল কুণ্ডলিনী
মরা হয়ে ভেসে তিনি বাসনা পুরায় ॥
এক পাগল নারদ ঋষি, বীণা হাতে দিবা নিশি
গাছতলায় বসি বসি, ঝঙ্কারে বাজায় ॥
আর এক পাগলা ভোলা, কৈলাসে করেছে খেলা
করল কত আজব লীলা, বুঝা বড় দায় ॥
পশুপঙ্খী পাগলপারা দুর্গাহাতে পরল ধরা
ভবানী, মাকালী, তারা বুকেতে দাঁড়ায় ॥
আরেক পাগল গৌরহরি নামের মালা সঙ্গে করি
ব্রজধাম আঁধার করি নদীয়াতে যায় ॥
হরি হইয়া বলছে হরি, ধুলাতে দেয় গড়াগড়ি
বাবা শ্যাম বংশীধারী মাথাটি মুড়ায় ॥
ভেবে রশিদ উদ্দিন কয়, সেই পাগল তোমার হয় ।
ধরতে যদি মনে লয় করবে কী উপায় ॥
সেই পাগলকে ধরতে গিয়া, কুলমান সব যায় ভাসিয়া
থাকতে পারলে রইয়া সইয়া তবেই পাওয়া যায় ॥
পূর্ববর্তী:
« শুন মাইয়ার পরিচয়
« শুন মাইয়ার পরিচয়
পরবর্তী:
শুন শুন ওরে বাঁশি অবলার কুলবাঁশি »
শুন শুন ওরে বাঁশি অবলার কুলবাঁশি »
Leave a Reply