নারীলোকের মুখে মধু অন্তরে গরলে ভরা ॥
নারীলোকে যারে ধরে তারে কি সহজে ছাড়ে
আগে আশা দিয়া তাকে, শেষে করে জেতা মরা ॥
নারীলোকের এমনি ধারা পরাইলে প্রেমের হাতকড়া
হাত ইশারা আঁখি ঠারা, পাগল করে কালো ভ্রমরা ॥
নারী তো কঠিন জাতি হাতে হাতে দেখায় মতি
মুখে মুখে থাকে সতী কাল যুবতীর এমনি ধারা ॥
প্রেম করিয়া রশিদ উদ্দিন অল্প বয়সে গেল জাতি
এমন কি তার হবে গতি, হইয়া গেছে কপাল পুড়া ॥
পূর্ববর্তী:
« নামে অনুরাগ যার, সে জানিয়াছে সারাসার
« নামে অনুরাগ যার, সে জানিয়াছে সারাসার
পরবর্তী:
নিজগুণে দয়া করে আইছে শ্যাম কালার চান »
নিজগুণে দয়া করে আইছে শ্যাম কালার চান »
Leave a Reply