বধিব পরান গো শ্যাম, তোমারে না পাইলে গো শ্যাম…
আসবে বলে, গেলে চলে আর তো না আসিলে গো শ্যাম…
প্রথম পিরিতের কালে, কতই বইলাছিলে
এখন কেন সেসব কথা লোকে জানাইলে গো শ্যাম…
(আমার) সোনার কমল রসে ভরা শুকাইলে গো শ্যাম…
বসন্তের আগমনের ভ্রমর কোথায় রইলে গো শ্যাম…
(আমার) সিঁথির সিঁদুর নাকের বেসর চন্দন কপালে,
অভাগিনীর কর্মদোষে সব গেল বিফলে গো শ্যাম…
আমার কুল গেল কলঙ্ক হইল লোকে মন্দ বলে,
রশিদ উদ্দিন স্বামীসেবা ঘটল না কপালে গো শ্যাম…
পূর্ববর্তী:
« বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল
« বড় লোকের বেটি লো লম্বা লম্বা চুল
পরবর্তী:
বনমালী গো তুমি পরজনমে হইও রাধা »
বনমালী গো তুমি পরজনমে হইও রাধা »
Leave a Reply