জামাই থুইয়া বৌ হইল বৈদেশি নাগরবাসী গো
জামাই থুইয়া বৌ হইল বৈদেশি ॥
আচম্বিত এক বিকট মূর্তি আসিয়া সন্ন্যাসী
ঘরে থাইকা বাহির করল গলে দিয়া রশি ॥
শ্বশুরবাড়ি জামাই যাইতে মুখে নাই তার হাসি
ঢোল বাজে খোল বাজে বাজল না কেন বাঁশি ॥
শ্বশুরবাড়ি অগ্নিগিরি উঠে উল্কা রাশি ।
অগ্নিতে জলপান করাবে বড় পুতে আসি ॥
রশিদ উদ্দিন বলে হায়রে বৌ যে সর্বনাশী
কখন হাসে কখন কাঁদে যাহা তাহার খুশি ॥
পূর্ববর্তী:
« জান্নাতেরই সেরা ফল এলো নেমে দুনিয়ায়
« জান্নাতেরই সেরা ফল এলো নেমে দুনিয়ায়
পরবর্তী:
জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সই »
জিজ্ঞাস করি তোমার কাছে বলো ওগো সই »
Leave a Reply